Posts

Showing posts with the label ছুটির শেষ প্রান্তে 🌸

নেই পাওয়ার আকাঙ্খা না হারানোর ভয়! 🌸

অসম্ভব রকমের ভালো কেউ কখনোই আমায় বাসে নি, কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনোই নিজের নাম লেখাতে পারিনি!  আমায় ঝাপটে ধরে কেউ কোনোদিন বলেনি তুমিই আমার সব, আমায় নিজের করে পাওয়ার জন্য কেউ কখনো মরিয়া হয়ে ওঠেনি!  কারো চোখেই আমি পৃথিবীর একমাত্র সুদর্শন হতে পারে নি, আমার জন্য কেঁদেকেটে কখনো কেউ বুক ভাসায় নি। আমি কখনো কারো একান্ত আপন মানুষ হয়ে উঠতে পারিনি, কারো জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি। আমায় ভেবে কেউ কখনো নির্ঘুম রাত কাটায় নি। আমার অপেক্ষায় কেউ কখনো প্রহর গোনে নি। আমায় হারানোর ভয়ে কেউ কখনো কুঁকড়ে থাকেনি। এক জীবনে এসে ছিলো তো অনেকেই। যে যার মতো ব্যবহার করেছে আমায় আর ব্যবহার শেষে ছুড়ে ফেলেছে অপ্রয়োজনীয় বস্তুর মতো পথের মাঝে।শেষবার ঘাড়টুকুন ফিরিয়ে আমার অবস্থা দেখা'র প্রয়োজনটুকুও বোধ করনি তাদের কেউই! এই ব্রহ্মাণ্ড জুড়ে আমি একা হতে চাই। এক্কেবারে একা। দূর আকাশের সেই শুকতারার মতো একা যার কোনো উপগ্রহ নেই, যার মাঝে নেই পাওয়ার আকাঙ্খা না হারানোর ভয়! 🌸